★★★
........ আরে ভাই বেটাছেলে;
কীসের অসুখ টেনে নাখোশ কথাচ্ছলে,
বিতথ্য গল্পের বেসুরো কবিগানে তত্ত্ব!
তোমার কি হবার কথা ছোট্ট ব্যাঘ্রশাবক,
নাকি আরো বড়সড় নরশার্দূল বীর!
কী সব মিনমিন করো অস্থির অধীর;
ঘিনঘিন বিচরণে ক্ষুধার্ত কাতর স্বরে,
বেমানান রোদনকারী, বেদনার ধারে
- স্থির পণে হতে পারো প্রেমিক সুধীর |
দৃঢ় হও প্রেমকামে সুন্দর গাঢ় ধামে;
প্রগাঢ় প্রণয়ের রণে সুদৃঢ় স্থিতিস্থাপক
বিরহের সুর ছাড়ো বৃথা যতো নশ্বরে!
চিরে দাও অস্ফুট একরোখা হৃদয়রেখা,
সুদূর পরাহত নয় মধুর জীবনখানি!
চলে যাক সবকিছু অস্পষ্ট লেখা;
ছেড়ে যাক সকলেই কেড়ে নিয়ে আশা,
বহুদূরে পড়ে থাক, অনর্থক ভালোবাসা
- তুমি আরো টিকে রও সার্থক ভাস্বরে ||
........ এবং বেটি যারা ধরার কোলে;
নিছক মেয়েছেলে হয়ে গুণ্ঠিত গুণ্ঠনে,
শিখো না কোমল শুধু কমলের দল!
তুমিও কেন হবে বলো নিঠুর রায়বাঘিনী,
নিজেকে ভাববে কেনো বৃত্তের বন্ধনী!
শর্তের বেড়াজালে তুমি নও বন্দিনী;
স্বত্বের দাবীদার এলোমেলো ছলে,
মর্ত্যের ক্ষণসুখে, অগোছালো না হলে
- হতে পারো মনোলোভা রাজ নন্দিনী |
ঝেটিয়ে বিদায় করো স্বার্থের নামে;
দেহজ বনজ পশু বিষময় বন্টনে,
সমান সমান হও গরবের সম গরবিনী!
পিরিতের দিনেরাতে এক করে ধ্যান দান,
ত্যাগের মহিমা ধরো ভোগের বলিদান!
অলিখিত টানে শিখো চির সম্মান;
পাবকের শিখাতলে পাতক পাতকী হয়ে,
শোকের মাতম তুলে, কেন যাবে ক্ষয়ে
- রুখে দিতে পারো যদি আবেগের বান ||
...........ΠΠ©আগুন নদী©ΠΠ...........
_____________________