✪✪============<>
এখানে ওখানে দেখি;কালিমার মাখামাখি
বলতে পারিনা মুখে,ইশারায় রাখি লিখে
এমন অনেক আছে লালসায় গায় গান!
সুবেশী সমাজে থেকে,বিনাশের রাজ
আশেপাশে সাধুবেশী বেহায়া বেলাজ
তাহাদের মনতাপ পরিমাণে বেশি নাকি
-টলে দেয় প্ররোচনা আচরণ!
গলে পড়ে নিমিষেই;অশোধিত মোম
ফাগুনের সাজ ভেবে,ভুলে যায় লাজ
স্বরাজের ভূবনের নিলাজ সিরাজ!
কোথায় জমিয়ে রাখে,এতো প্রেমসুধা
-দলে যায় বিবেচনা বিচরণ।
মানুষের ছবি ওরা;নামধাম জেনে রাখি
নিতলের ভাগীদার,উতলা বেতাল শিখে
চোখের চিকন ঠারে দিওয়ানা দেওয়ান
নজরের কমজোরে বেসামাল বাম
নকল হৃদয়বান হাড়বুড়ো ভাম!
পিরীতি জানেনা বলে ষোলআনা ফাঁকি
-পাগলের মনসুখ নিবারণ!
খানিক ঝরতি মধু;মেটায় চোখের ক্ষুধা
আগুনের রূপধারী,বেগানা বেগুন চেখে
মুখ চেয়ে সুখসুখ কোন অনুভবে!
ঢলে পড়ে ঢুলুঢুলু,আগাগোড়া বদনাম
-আগলের কড়া নাড়ে অকারণ।
◑◑=====©©====➤