---==<[][]|||[[[♦]]]|||[][]>==---
শেষ বিকেলের আগে; আঁধার ঘনায়ে এলে
নীরব ক্রন্দনে ঝরে সাদা জবাফুল
হালকা বাতাসে কাঁপে অশ্বত্থের ডাল
লুকানো স্বপন আর আসেনা সুমুখ
গোপন ব্যথার বিষে; হৃদয় জড়ায়ে গেলে
সমূলে বিনষ্ট প্রেম ভাঙ্গে দুই কূল
অবেলার গোধূলিতে রঙের আকাল
রাশভারী আকাশের চাঁদে ভাসে সুখ।
~~~~
ডাকিলে বসন্তসখে; বট পাতার আড়ালে
বেনামি আশার কাছে পরাজিত মন
কুহকী মায়ার ঘোরে অকূল তরায়
বেতসলতার মতো ঝুলে থাকে স্মৃতি
পারিজাত রঙ আরো; গাঢ়তর লাল হলে
অবহেলা ভুলে গিয়ে সাধ নিবারণ
কিছু চায় কিছু পায়! অধিক হারায়
আঁধারিয়া কোলাহলে ঝরে পত্র বৃতি।
---==<[][]|||[[[©]]]|||[][]>==---