.       -- ভিন্নধারা ২ (১৬) --         .
---==<><[[|||[[♣]]|||]]><>==---
..............................................


ঘরপোড়া মানুষেরা; অভাবে বেঁধেছে বাসা
  এইসব যাইহোক ঘরবাড়ি কিছু নয়!
  তবুও বাঁচতে চেয়ে এইরূপ থাকাথাকি
মাথাগোঁজা দিনকাল শুধু দিনগুজরানো!
বসতির প্রয়োজনে দুধারে জঙ্গল সাফ
সবুজ নিঃশেষ করে আহামরি ঘরদোর;
ভীষণ বর্ষার জলে পাহাড় পড়বে গলে
ভাবিত হৃদয়মূলে; জাগছে শঙ্কার ঢেউ।

- গৃহে থাক গৃহহারা; মানবিক প্রাণে আশা -

পাহাড়ি ধসের কালে মরবে ওদের কেউ!
ঝুপড়ি খুপরি বাঁধা পাহাড়িয়া ওই তলে
আসবেনা নিশিভোর, নিশীথের ঘুমঘোর
কান্নার বাহারি ধাপে বাস্তুহারার বিলাপ।
এখনো সময় আছে যেতে পারে শুধরানো
সমতলে নিয়ে এসে নীতিগত পাকাপাকি
   চাপাপড়া মরণের কাটুক প্রগাঢ় ভয়;
বিনাশা আসে আসুক;বেঁচে যাক ভালবাসা।

_____________________
--=©=<><[[|||[[©]]|||]]><>=©=--
_____________________