∞∞∞∞∞∞∞∞✪✪✪∞∞∞∞∞∞∞
একগাদা হতাশার পচনশীল স্তুপের ভেতর
ভাবনাহীন শুয়ে থাকে একতাল অন্ধকার
বাহির থেকে খালি চোখের দেখা;
নরমগরম কিচ্ছুটি বুঝবার জো নেই!
শকুনের ছায়া পড়ে নর্দমার ঘোলা জলে
বালখিল্যের আয়নায় ভাসে আলাভোলা মুখ!
আশেপাশে ত্রাসে;বিছুটি পাতার প্রকোপ
চাপা পড়ে থাকে নিরাশার অতিযৌগিক মিশ্রণ!
কটুগন্ধ গোবরসার ফুঁড়ে অম্লজান অনুমান
নামমাত্র যোগসূত্র বের হয়ে আসে
বায়বীয় উদ্বেগ জড়ানো নিঃসৃত মিথেন!
যৎসামান্য সক্ষমতায় সক্রিয় হতে চেয়ে
প্রবাহপথ না পেয়ে মৃত তেজস্ক্রিয়তা
দর্শন ঘর্ষণ সব মাখামাখি হলে ব্যর্থ আশ্রায়ন
প্রভাবকের সাথে দেখা হয়না বলে
খুঁজে পায়না যথাযথ অভিভাবক যৌগ!
বিফল চেষ্টার অসারতায় ডুবে
মানবীয় দানবীয় এক জগাখিচুরির মিথুন!
ততদিনে জৈবসারের গুণহীন উপস্থিতি
নির্বিঘ্নে বেড়ে ওঠে;শেয়ালকাঁটার ঝোপ
একগাল হাসতে হাসতে মাটির উনুনে পোড়ে
-ঘুঁটেকাঠির দাহ্যশক্তির অফুরন্ত সুখ!
∞∞∞∞∞∞∞∞✪©✪∞∞∞∞∞∞∞