:::::::::::::::::::::::::::::::::::
---<>>===♣===<>>---
:::::::::::::::::::::::::::::::::::


মায়াবী নদীর;ধার ঘেঁষে হাঁটি
সূর্য নেভার আগে মৃতপ্রায় বিকেল
একপ্রস্ত কনে দেখা আলো,
আকাশ ছেড়ে আসে বিম্বিত মাটিতে
অনুগামী হয়ে আরো সামনে এগোই
কালো জলে ছায়া পড়ে ঘন
সাগরসঙ্গম রেখার অরূপ মোহন
নীলিমা দেখার ছলে,জলে নেমে যাই।

আশেপাশে আরো কেউ ছিলো!
নেই নেই অনুভবে কারা যেন মিশে
অজানার মতো অচেনা ক্ষত
সুখদুঃখবোধহীন রেশে
কলহে ভর করে অবশেষে
বিরাগী বিবাগী অসুখী ওরা!
এইখানে হেঁটেছিল,এই পথ বেয়ে?
চিরতরে মরতে চেয়ে!

বাতাসের কণ্ঠে সেই প্রতিধ্বনি
এই তীরে অনেকেই গেছে
খাড়ি ধরে নেমেছিল স্রোতে
ক্ষয়িত আঁধার হয়ে নক্ষত্রের নীচে
নীরবে মরে গেছে রক্তপাতহীন
অগণিত গ্লানি কিছুই যায়নি মুছে
ক্ষুধিত গ্রাসে সাময়িক লীন,
সরব দুঃখের কিছু নেয়নি টানি!

কুহকীর কাছে জানাতে আক্ষেপ
বিক্ষুব্ধ ছুটেছে যারা বিক্ষিপ্ত কেউ
উতল সন্তরণে জিতেছে ঢেউ
কাজলনয়ন সকল ডুবেছে বলে,
এতো কালো ভরেছে দুই বালুতীর
মনে হয় এইসব,বিগত ভুলে
ধুয়ে যাওয়া সুরমারই গাঢ় প্রলেপ
স্পষ্ট লেগে আছে অস্পষ্ট ছাপ!

:::::::::::::::::::::::::::::::::::
---<>>===©===<>>---
:::::::::::::::::::::::::::::::::::