.               -||ΠΠ||-                 .
__________________


তবে কী সুদূরে বেবুনের দেশে;
    আমিও আদুরে শ্লথের বেশে,
    ধীরে আরো ধীরগতি হাঁটছি!
বেগুনের বিচি গুনে প্রাণভরে খাচ্ছি,
আনমনে কোথায় যে যাচ্ছি?
    কিছু কি পাচ্ছি অনুক্ষণ কাটছি;
  চলতি পথে ঝরতি চালতা চাখছি,
অতি টক ফাঁকিময় আমচূর চাটছি!
বোলতার হুল বেঁধা ভোম্বল নাচছি
- ছবি টবি বেহিসাবি সম্বল আঁকছি |

রূপহীন চোখমুখ উদ্বাহু নিশ্বাসে;
বিরূপের চিঠি পড়ে ভেদবায়ু লিখছি,
স্বরূপের দিঠি ছেড়ে পাঁচপা দেখছি!
   নীচু ডুব মিথ্যের পিছুটান শিখছি,
গালফোলা বুজরুকি উতলা মানছি!
ঝাঁকিহীন আঁকিবুঁকি গোঁয়ারের রাগ;
   তেলঝাল ঝোল ঝোলা চাচ্ছি,
   আলাভোলা স্বীয়গলে মালা টানছি!
হেলাফেলা শেখা এক পরিণত দাসে
- ঝুঁকিময় মচকানো অভ্যাসে বাঁকছি |

নকলের ভুত চাপা মগজের খুঁত;
সকালের ক্যানভাসে আকালের দিন,
মাকালের কাকলির কাঁপা আয়োজন!
   চলি খুব কিম্ভূত বলি অদ্ভুত,
   দুপুরের বিভাজনে নুপুরের নিক্কণ!  
ভিক্ষার বৃত্তিতে ভৃত্যের নৃত্য;
বিকালের প্রথা আরো মিথ্যের ডালা,
  সাঁঝবেলা অভাজন নিমরাজি সাজি!
নষ্ট বেহালা হাতে বাজে কারসাজি
- নিষ্ফলা উদ্যানে অকাজে বেতালা |

এ কী হাল দমবাজি গুল মহাজন;
    আমি যেই কলমচি অন্ধ বেঙাচি,
    দাড়িকমা ভাঁজি স্বরের ব্যঞ্জনে!
ভাললাগে সবি তাল তিসি তিলে,
সকলেই প্রিয়জন দাগ কাটা মনে!
    দিনরাত কানকাটা শানমহফিল;
    ভবঘুরে কবিগান কবিয়াল তত্ত্ব,
  নিলাজের ভাণকথা বেমালুম হাঁকছি!
মাঘ মাসে বাঘ খুঁজে নিদাঘের বিলে
- বেহায়া শেয়াল সেজে হুলুম ডাকছি ||

-<><>- ©আগুন নদী© -<><>-