✒️.........


তোমার সাথে বলতে কথা!
হৃদয় বিহীন যে দীনতা,
ছিটেফোঁটা খুঁজে নিতে সাক্ষী পেয়ে যাই |

মুখ দেখার ও-ই রুপোর আয়না খানি
সঙ্গে নিতে ভুলেই গেলে;
ইচ্ছে করে ফেলেই গেলে নাকি!
আয়না দেখার শখে;
বায়না করি সাবধানে,
পারদ মাখা কাউকে দেখে ফেলি!
আহা কী নিদারুণ;করুণ মুখের ছানি
পলকহারা ঝলক সকল ফাঁকি!
সে কী রঙের ছড়াছড়ি
- নীরব ছবির সবখানে |

রোজ সকালে যেই সময়ে কাটতে সিঁথি
বিবাদ বিহীন ঝরতি পাকা চুল;
কী অবসাদ তেমনি ঝরে পড়ে!
তেমন সকাল আবার;
আসবে না আর ফিরে,
ভ্রুকুটি আজ খোঁপার কালো ঝুটি!
কোন বিষাদের কাঁকই দিয়ে
অনিচ্ছাকে টেনেটুনে দীঘল সর্বনাশে
অনায়াসে ডুবে গেলে
- অহমিকার তীরে |

নিয়ম করে সে সময়েই মালা গাঁথি
যেই সময়ে ভাসতে স্বপন নীড়ে;
তফাত খানিক অনিয়মে গুনছি মাশুল!
তক্তপোশে আশেপাশে;
তোমার অনেক দীর্ঘশ্বাসে,
নরোম রোদের গন্ধ মাখা ভিড়ে
ঝুলের মতো ছড়িয়ে থাকা ভুল!
সুবোধ তোমায় উল্টেপাল্টে দেখি,
অবোধ আমিই ছিলাম
- মুগ্ধ তোমায় ঘিরে |

আয়না শুধুই আয়না কোথা!
দাঁড়িয়ে থাকা আমিই সেথা,
সরব তোমার অবয়বে আমি শুধু নাই ||


🖊️ @ আগুন নদী ©
........ ২০২৩ ........