--=<><[[[|||<🔴>|||]]]><>=--


ভুলে যাও হাঁকডাক;মিনমিনে তুড়ি  
গলির আঁধার বাঁকে জটলা জটিল
পতনের ভুল দাবী,আমরাই রাজা!
     কেনো শব মিছে ভাইসব;
ধুঁকে ধুঁকে ক্ষয়ে যাবে মনোবল!  
বিকলাঙ্গ ভিখারীর ছাড়ো হামাগুড়ি
বেঁচে আছো এই বেশ,অযথা কুটিল
মাথাচাড়া দিলে পাবে চিরকাল সাজা!  
স্লোগান প্লাকার্ড ছেড়ে,মানো এইসব
   - যুগে যুগে মেনে নেয়া ছল!

রাজপথে আমাদের;ঝকঝকে গাড়ি
চেহারায় তেল ঝরা চকচকে মুখ
যানজটে কোনোদিন বসে থাকা নয়!  
     আসনের মান বলে কথা;
গতিময় ছুটে চলি যতিহীন!
অসহায় বোধে ভাবো বেশি বাড়াবাড়ি  
শীততাপে ঘুমঘুম লকলকে সুখ
জেনে রেখো আমাদের অবিরাম জয়!  
আমরা তৈয়ার করি,তোমাদের প্রথা
  - অধীনের অধিকার,রাতদিন!    

--=<><[[[[|||<©>|||]]]]><>=--