জমে থাকা বেদনার সুউচ্চ শৈলশিখরে
পাষাণভার ভেঙ্গেই পড়ে কোনোএক দিন!
অস্থিরতা গলে যায় হৃদয়ের তাপে
বিষণ্ণতার কালচে নীল শুষ্ক ঠোঁটে
অলক্ষ্যে থেকেই যায়
অতৃপ্ত হাসির কণা বিন্দুবৃত্ত রেখা
জীবনের মানে কিছু সেইখানে দেখো
ঝুলে থাকা দাগগুলি মোছা বড় মুশকিল
ভুলগুলি টেনেটুনে কেমন চালিয়ে নেয়া!
জৈবনিক যতকিছু আহা যেমনতেমন
এ জীবন ঠিকঠাক অমন তো নয়
আবেগে ভেসে এলে কূলহারা খেয়া
মাঝিহীন নায়ে আর কে চড়েছে কবে
নিরাসক্তি নিবারণে হাল ধরা শেখো
একজীবনে এমনিতর দুঃখ আসে ঢের
এই কথাটি মেনেই তবে কাটুক জীবন!
অনাসক্তি বেড়ে গেলে আস্থার মন্দিরে
নিরানন্দে নষ্ট মন অতলে ডুবিলে
নির্বীজ হতেই পারে জাগানিয়া স্মৃতি
জীবনীর আশাবাদে চাষাবাদ করো
জাগলে সুফলা হাসি; গোলাভরে রেখো।