<>=∞∞∞∞∞✪✪✪∞∞∞∞∞=<>
কোথায় সতেজ শাখা;অবারিত মনোহর
দোলায়িত দোল মাখা প্রশাখার সজীবতা
বনতলে ঘাসফুলে; বিসারিত শোভা!
গোপন হয়েছে বুঝি,সোনালী স্বপ্ন প্রহর
আলোক ঝর্নার দেহে বিকিরিত প্রভা
-খুঁজে খুঁজে ছোটা,হয়রান শুধু।
ঝলক কমেছে হায়!আকাশের মায়া নীলে
দিনেদিনে ক্ষয়বেলা;ধূসর অশোকডাল
অভিজাত পলাশেও ম্রিয়মান আভা
পরাগ রেনুর গায়ে,প্রজাপতি খুশি কই!
কীটের দংশনে ভরা পাপড়ির দলে
-রসে যশে কটু,স্বাদহীন মধু।
পথেপথে ধুলো জমা;আবিলতা রাশিরাশি
ঝরতি সবুজ পাতা,মনমরা তরুলতা!
ফসলের সুখগাঁথা,ভোমরা বাসনাকুল
বাগানের মালিকেরা যেনো আনমনা চাষী!
চারদিকে শোকগাঁথা হাহাকার অনুভবে
-ত্রাসে নাশে কালো,বেসামাল দিন।
দারুণ অরুণ আলো;ছড়াবে আবার কবে
সুবাসিত হবে নাকি,অলঙ্কার ভোর!
গোঁয়ার ঘোড়ার পিঠে;চেপে বসে তবে
মানবিক আঁচলের,অধোগতি সব কোণে
চেতনার একি হাল আঁশটে আঁধার হুল
-হেসে হেসে ভাসে,অসহায় ঘিন!
<>=∞∞∞∞∞✪©✪∞∞∞∞∞=<>