♥ .....
এখানে আকাশ নীল জামদানি ছায়া,
খানদানি ধানঘ্রাণও জলরাশি মায়া!
সুরেলা রাখাল বাঁশি নিরালা সকাল,
আড়াআড়ি মেঠোপথ সারি সারি গ্রাম
- কোথাও পাহাড়ের গাম্ভীর্য গান,
মাটিরও টানে ফেরা মমতার প্রাণ!
যা কিছু এখনও আছে স্বপ্নের মতো,
- অন্তরে গেঁথে রাখা অন্তর্বন্দী নাম |
প্রিয় প্রিয় এইসব ছেড়ে ছুঁড়ে হায়!
শোকের পালকি চেপে সময়ের মাপে,
সত্যের চূড়ান্ত এক চিরন্তন উচ্ছ্বাসে!
স্রোতোবহা হৃদয়ের চাপা ঢেউ নিয়ে,
চলে যাবো কতদূর আড়ালে কোথায়?
কোন অকূলের অচেনার কোলে!
কেমন থাকবো এই প্রেম হারিয়ে
- সুদূর তীরের কাছে বৈতরণী পাড়ে |
সেইখানে ভূমিতে কী এমনি দূর্বাঘাস,
সবুজের গাঢ় ছোপ রঙিন নিশ্বাস!
বিছানো শিকড় শোভা নদীতট জুড়ে
- পাহাড়ের গায়ে ঘেঁষে বিমুগ্ধ বাঁচন!
আলপথে আল্পনা জুমতলী শ্রান্তিতে,
নির্ঝর মিঠাপানি শীলবালি ফুঁড়ে!
এখানে এখনো কেউ জাগরিত বুকে
- অপেক্ষায় জাগতে চায় আমরণ |
এইখানে গেঁথে আছে মৃন্ময় শরীর,
প্রগাঢ় হিতৈষী কিছু প্রিয়জন বিশ্বাস!
অতীতের সুখদুঃখ মায়াবি বশ্যতা;
ইতিহাসে লেখা শুধু মাটির বিজয়,
মাটির ভেতর হতে ডাকছে নবীনবরণ!
পথ চেয়ে ভয়হীন অধীর সুদৃঢ় আছি,
তবুও সাধ জাগে জৈবনিক সখ্যতা
- নরম মাটির উপর কিছু ক্ষণ বাঁচি ||
....... © আগুন নদী, ২০০০ © .....