.....................................
ছিলাম আপেল বনে;মনখুশি রাতদিনে
অনেক ঝলক হতে হাসির তিলক পরে
খানিক পুলক নিয়ে কুড়িয়েছি ফল
ছিঁড়তে বারণ ছিলো পাড়তে নিষেধ!
ঋতুর বরণ ছেনে নেইনি সময় চিনে
শুনেছি পাতার গান,প্রশাখার অভিমান
শাখার নবীন কুড়ি রূপের বদল!
দেখেছি সরব আশা;নীরব হয়েছে ঝরে
অনাদির বুকভরা,বিবাদের অবদান
পলে পলে বেঁচে থাকা ঠুনকো বিভেদ!
কাছেই আছিলো এক;চিকন নদীর তট
বারোমাসি বসন্তের দুরন্ত ফাগুন
স্বপ্নের মতো দুলে;সাজানো উপল পেতে
ক্ষীণ দৃষ্টি হীন কৃষ্টি,কপট দাপট!
যাইনি কূজন ঘিরে সুজনের ভিড়ে সেই
আনন্দের চোখে চোখে জ্বলন্ত আগুন!
তাকানোর ছল করে;নিরল চাহনি রেখে
কেউকেউ পেরেছিল সুখসুধা নিতে -
ভেতর বাহির দেখে;গল্প কবিতা লিখে
আমাকে শুনিয়ে গেছে তাহাদের অনেকেই।
<>>=====©©=====<<>