<<>===<×[|||]×>===<>>


পায়েরপাতা;মাটিতেই রাখতে হয়,
তাই তো রাখছি বহুকালব্যাপী!
মাথা নোয়ানোর যুক্তিতর্কে জিতলেও
নতমস্তকের নিগূঢ়তত্ত্বে হেরে যাই!
একজীবনে অনেক হিরণ্ময়-
বিজয়দ্যুতি জয়জ্যোতি,শর্তহীনা দান
কোথায় রাখি! কেমন মাখি তবে
- একটুও কী পাইনি খানিক ভয় |

এই আয়োজন কোন প্রয়োজন হয়?
হায়রে আমি আত্মহারা মুক্ত উড়ালপাখি
আড়াল সুরের সাধে,গাইতে গিয়ে গান!
ডানা'র সুখে সত্যকানা ভাঙ্গছি সীমানা;
ভাবতে গিয়ে তলিয়ে যেতে যেতে-
মনের কাঁপন স্রোতের দাপাদাপি!
প্রবল তোড়ে মিলিয়ে যাওয়া
-আমি যে নগণ্য এক, সামান্য মৃন্ময় |

এই ভূতলে ছড়িয়ে যে অতল বাসনা;
কোমল জমিন জমাটবাঁধার ঋণ!
এষণা ডাকিছে ওই,চলো খাঁটি হই,
মাটিতে ঠেকাই মাথা, চোখে ঝিনঝিন
মোহ-মুক্তির প্রেমে জল থইথই!
নতমস্তক চেপে ধরে;একপৃথিবী ওজন
সাত আসমান ভালোবাসার দায়,
- সমস্ত সমুদ্রের সমান বিক্ষুব্ধ দেনা |

মাথা উঠাবো কোথায়,উঠাতে পারিনা
ললাট ছোঁয়ানো অনন্তকাল!
প্রেষণা হাঁকিছে,আরেকটু থাকো সোনা,
উর্ধ্বমুখী চোখে যে দীর্ঘ ক্লেদ ছানি!
পিচুটি কাটুক এবার প্রশান্তির ধারায়
তুমূল গড়ালে নীচে নতমুখী কণা,
বইতেও পারে সপ্তসিন্ধু উত্তাল
-ভাসিয়ে নিতে পারে উদগ্র যে রসনা ||

____________
-© আগুন নদী ©-
দুই কিবলা মসজিদ
জেলিয়া, সোমালিয়া
১৪. ০৪. ২০১৪ ইং