=====[[[[|||♠|||]]]=====
আনন্দ যাত্রার মাঝে বিধিবদ্ধ পথ
অফুরান হাঁটাহাঁটি এভাবেই আমরণ
পথমাঝে বাধা আসে
বহুরূপী ঢেউ খেলে
পরামর্ষ ভেঙ্গে নামে বাঁধভাঙা ক্লান্তি
আগুনবরণ দিনে গনগনা তাপে
অনেক হাঁটার পর আকুলিত শ্রান্তি
সোঁদাল ঘ্রাণের টানে বনভূমি কাঁপে
ফসলের জমিজমা
অনাবাদী রয়ে গেলে
দুইপাশে বেড়ে উঠে আগাছা কণ্টক বন
নিরানন্দে থেমে যায় দৃঢ় মনোরথ |
ক্ষণসুখে গেয়ে উঠে কোকিলের ঝাঁক
দুরন্ত উড়ালে ঝরে মৌটুসকির পালক
সদানন্দে মাঝপথে
দিগন্ত পড়িলে ঢলে
অকাল প্লাবনে ভাসে জোছনার তরী
ঝরনার কাছাকাছি ভেবে শেষপ্রান্ত
দিবান্ধ পথিক চোখে নাচে ঘুমপরী
পথচ্যুত পথচারী বিভোল বিভ্রান্ত
হয়রান হতে হতে
আহা প্রাণান্ত বিফলে
অযাচিত সোপানেই গাঁথে বিপন্ন ফলক
ক্ষণচর জীবনের বেঁকে যায় বাঁক ||
=====[[[[|||©|||]]]=====