.............
'তোমার চেয়ে আরো সুন্দর কিছু নাই
তুমি যেই সুন্দর,আমি তা-ই চাই'!
মন্ত্রমুগ্ধ কথাকলি আন্দোলিত আমি,
প্রিয়সী তোমাকেও বলি
মোহমুগ্ধ গেয়েই চলি ...
আভাষ চেয়ে দেখি কোথাও অমিল!
মলিন ক্ষোভে ফাটে চিড় ধরা ছবি,
চৌচির বাসনার জমা বিক্ষোভ,
ফেলে রাখি বহুদূরে নিয়মের পথ!
হামাগুড়ি দিতে থাকে বিষণ্ণ শপথ
- রবাহূত তাড়িয়ে তবে একটু থামি |
চলমান চলাচলে দিনমান উপভোগ,
তামাশার ঘানিটানা ঘুমন্ত সম্ভোগ!
মেনে নেয়া নিশ্চয়ই নিমখুন হওয়া,
টেনে নেয়া ভোগবাদী 'জৈবন'
খাপছাড়া কালসিটে তমোগুণ ....
ধারণার খোলা মাঠে ধরণের যে চিত্র!
ঝর্ণার গান ছাড়া উন্মাদ ধর্ণা;
দেখে শুনে মরে যাই বারবার নির্জনে,
যতোসব অপকথা অপকারী কর্ম!
আমাকে বাঁচাতে চাই সলাজের বর্ম
- আকাশ ছাড়িয়ে দেবো বিনষ্ট হাওয়া |
সেবাহীন সেবাময় জগতের কোল,
শত শত পরিষেবা বিছিয়ে আঁচল!
সুনসান রাজপাটে সজ্জিত চারদিক,
আমি শুধু লজ্জিত হতবাক,
অবাক ইশারাতে নিলাজী সবাক...
বেরসিক সভ্যতা গড়তে যেই প্রস্তুতি!
অসভ্য চামারেরা আমাকেও ডাকে;
অশালীন অশালীনে ধিক শতধিক,
মানহানি চেনে না যেইসবে মানহীন!
পোষাকের আভরণে চিন্তার দীন
- ওদের এড়িয়ে হবো প্রেমিক সঠিক ||
__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||