♠ ......
সে-ই যে বংশীবাদক ....
শহরে এসেছিলো বিকেলের শেষে!
আমাদের সাথে নিয়ে চলে গেছে দূরে
- জাদুর সুরে নাকি বাঁশির মায়া,
তোমরাও ফিরে গেলে যার যার ঘরে!
তারপর স্মৃতিময় গল্পের পথে,
চিরতরে প্রেম ভুলে যাওয়া!
তখনো লালিমা ছিলো দিগন্ত জুড়ে,
তোমরা পাওনি খুঁজে সন্ততির ছায়া
- কলরব হীন সেই সন্ধ্যার শরীরে |
ছেড়ে যেতে সীমানা প্রাচীর ....
কালপথে মিশে গেছে হারানোর শোক!
কোমল হাতের আঁকা দেয়ালের ছবি
- প্রণয় কাজল টানা উজ্জ্বল চোখ,
কচিমন সুমনের শিশুচুম্বন!
মন থেকে সবকিছু মুছে যায় বুঝি,
অনাদরে ভুলে থাকা আদরের সুখ,
প্রীতির প্রহর মাখা অবলীলা ক্ষণ!
নাড়ীর কোথাও লাগেনি একটুও টান
- ছিঁড়েনি একটি কারো সোহাগ অন্তর |
সহজেই মৃত যেই নীল অবসাদ ....
বেঁচে থাকা জীবন্ত জীবনের কূলে!
তাকিয়ে দেখেছ নাকি কভু ভুল করে
- উঠোনের কোনো এককোণে,
আমরা যাইনি মরে সাদা ঘাসফুলে!
আমাদের আয়ুকাল বেড়েছে আরো,
ফিরেও আসিনি তাই চেনা পথ ধরে,
করতে শিখিনি আর বিনষ্ট বিবাদ!
এখনো ঘুরছি পথে শুনছি নিখাদ সুর
- পৃথিবীর আনন্দ পথে সবুজ প্রান্তরে ||
-<>==©|| আগুন নদী ||©==<>-