ওখানে থেকো না আর;
এক কণা সুখছোঁয়া অসুখের নীড়ে
জড়িয়ে থাকবে কেনো গন্ধলতার ঝোপে
বন্ধ করতে হবে বেসাতির দ্বার!
আনন্দ বিলাতে করো সুগন্ধ সমাহার
এখানে ঝুলছে যতো শোভিত আলোকলতা
সবুজের সমারোহে;সোনালী কিনার
বিরল মেঘের ছায়ে আগুনের তাপহীন!
ধুপছায়া তলে পাবে,অবারিত নীরবতা
-অবুঝের মায়াঘোর ছাড়ো এইবার।
অন্ধ হয়োনা ওগো;অনুপম সাথী
হলুদ আলোর নীচে চলে এসো একদিন
তোমার সঙ্গে এনো দামাল বাতাস।
চোখেমুখে মেখে নিয়ো;নিসর্গ আবীর
আমরা ফলাতে পারি নিবারণ রাশি!
কাঁটার গহীন বনে;চেয়ো না পেছন ফিরে
ওইখানে জমে থাক উতলা শিশির!
তোমার আশায় হেথা কাঁদছে স্বর্ণ সুদিন
অযতনে ঝরে পড়ে শিমুলের হাসি
-হারায় অনেক প্রিয় অগণিত সমব্যথী।
পথহারা বনভূমি;চলো যাই ভুলে
তিরতির কাঁপনের,জাদুমাখা জাগরণে
উড়ে চলে যাক সব সারসের ঝাঁক!
চামেলি দ্বীপের বুকে;যুগল আঁধার ক্ষণে
সাগর শালিক ডেকে,বলবো হৃদয়কথা
সফেদ মায়ার টানে মরালের ঠোঁট ছুঁয়ে
বাঁকহীন মনোভূমে;বাউলের সুর হয়ে
-গাইবো বিবেকী গান শুভ্র শীতল!
ভীষণ কলহপ্রিয়,মানুষের ভিড় ঠেলে
সুশান প্রেমেরগাঁথা লিখে যাবো প্রাণখুলে।