~~~
মাছ ধরেছি বলেই হলেম যদি জেলে,
গাছ রুয়েছি তলেই পেলাম মাটি বেলে!
চাষ করেছি ভুঁই চাষা
বাস করেছি তাই বাসা!
আবোল তাবোল গল্প গরু রোজ আমি,
আবাল শাবক কল্প তরু খোঁজ কামী!
সাহিত্যে বাঁশ হস্তে হারিকেন;
চরিত্রে খাস দুস্তে লেলদেন,
আসলে ঘাস সর্বনাশা
মাশুলে ঠাস খর্ব আশা!
দামাল ছেলে ধামালী নাচ ভালবাসি
কামাল কোলে বামালি ধাঁচ রাশিরাশি!
সেরা আমি বাংলামাতার কোলে
- ঘেরা নামী জংলাপাতাও বলে |
গ্রহের কথা লিখলে যদি গ্রহকবি,
গৃহের কথা গরুর কথায় গৃরুকবি!
গরুর গোবর ধুয়ে তাড়িয়ে ছাগল পাল,
ভেড়ার পশম খুঁয়ে কষ্ট পাগল রাখাল!
শীতকালে হিম রাজহাঁসে ডিম;
লাউ কদু সীম বাজ পড়া নিম,
এসব নিয়েই ধুমে পাণ্ডুলিপি বাড়াই,
প্রসব দিয়েই ঘুমে তাম্রলিপি নাড়াই!
প্রকৃতিতে এমনিতে যেই প্রেমের ছবি,
কীর্তনীয়া গাইতেও সেই শ্যামের কবি!
অন্তমিলের লেজ ঝুলিয়ে রাখি
- ভ্রান্ত দিলের খাঁজ বুলিয়ে পাখি |
তিত করলার ঝোল রেঁধেছি আজ;
ঘরের ভিতর ধোয়ামোছার কাজ,
লালশাকে খুন মাখিয়েছি ভাত
বৈশাখে উনুন পুড়ে গেছে হাত!
বোল কেয়াবাত বোল,
দোল কবিতার দোল!
আজের সাথে কাজের লেজটি জুড়ে;
ভাতের পাতে হাতের ভাঁজটি মুড়ে,
সাধক কবি বলতে থাকো বন্ধু আমায়,
বাধক রবি ডাকতে থাকি অন্ধ তোমায়
নকল কথার নথি শিখে যাও
- ধকল প্রথার ক্ষতি লিখে দাও ||
---------- © আগুন নদী ©==<>-