✒......
✒....
.
হ্যাঁ,
বলছি
তোমাকেই,
জমাট-নিকষ
পথ হারা দ্বৈরথে,
কোথায় যাবে কখন!
কী বুঝাতে খুঁজবে অবুঝ,
কাগজ - কলম মগজ অসার!
বইখাতা পই পই সহজও সবুজ;
সলাজ ভুলে গেছো,বেহায়া নিলাজ
বেলা অবেলায় কাছেদূরে যতো মেলা!
হাঁটা পথের দূরত্বে,গুরুত্বের যে অবহেলা
আজ-কাল করে পালিয়ে সকাল সাঁঝ!
কাঁপতে কাঁপতে তলিয়ে অরুণিমা,
মাপতে গিয়ে চাপাচাপি সার!
কল্পনাস্বর আল্পনাসীমা,
যেয়োনা সেথা এখন
দিশাহারা নৈর্ঋতে,
গুমোট আকাশ!
আমাকেও
ডাকবে
. না
=========<>
কোলাজ কাব্য - ১২
--© আগুন নদী ©--
দখিন সাগর পাড়ে
২০ - ১০ - ২০২২