<>======✪✪✪=====<>


তারকার দ্যুতি ছেড়ে যেতে চাইনা
একসাথে থেকে যাবো আমরা!
বিবাদের উষর ভূমে করবো আবাদ
রাশিরাশি খাঁটি সোনা ফলাবো সেথায়।  
নিরালার অনলে পুড়ে -
ফিরে যায় যাকনা;ঘোরলাগা চাঁদ
আড়চোখে দেখবোনা মিছে অভিনয়!  
শীতমাখা আকাশের;ধূসর আঁচল চুয়ে
নামুক না ফোঁটা ফোঁটা,নীল অবসাদ
-তখনো যত্নে রাখি বিশুদ্ধ হৃদয়।

কতটুকু নীচে গিয়ে রূপালি ঢেউ ছুঁয়ে
নাজুকহৃদয় নিয়ে হবো সর্বভূক!
তারচেয়ে বেশি ভালো চেনা বালুতীর
বাধহীন সেইখানে,থাকবো শুয়ে!
নামবোনা নুনেভরা জলে-
ভেজাতে চাইবোনা চঞ্চল চরণ!
পারবোনা পারবোনা;পারবোনা ঠিক
ডানেবামে কাকলি যতো হয় হোক
-ডানাভাঙা পিরিতির কিচিরমিচির!  

আনবো সময় ছেনে;সমুদ্র সুদিন  
নিজন বিজন দ্বীপে,সবুজের আশা
ফোটাবো সুবোধ প্রেমের কেতকীকলি
থাকুক অনেক বাকি;শেষরাত হতে
দূরছাই নচ্ছার বাঁধনের বাসা-
স্বপন দেখতে থাকি,সমিল সুজন
জেগে জেগে খালি সুখকথা বলি!
আমাদের কথাগুলো শেষ হবেনা  
সাধনার আরাধনা,তাই নিয়ে বাঁচবো
-জানবোনা বেদনার সুনসান রাত।

<>======©©©======<>