॥॥॥......
..... তারপর বিনষ্ট নসীব;
দিকহারা প্রান্তর খোলা উদ্যান,
বিলাপের ঘর বাঁধে দিলখোশ প্রেম!
পড়ন্ত আলাপ শিখে উড়ন্ত হৃদয়,
পাপের ক্ষমার আশা চূড়ান্ত প্রত্যাশা!
শুদ্ধশিখর জুড়ে হাতছানি মরু;
প্রখর রৌদ্রদাহ চতুর উত্তাপে,
পুড়ে ছাই হয়ে যায় শান্তির উঠান!
চামর দোলার সুখে অপুষ্ট পার্থিব শুরু
- ঝালর বাতাসী বুকে অসুখের বাসা |
অযতন অবহেলা হায় .....
বিনাতাপে গলে পড়ে প্রশান্তির হেম,
অমৃত আয়োজনে অধরা অধ্যায়!
যুদ্ধ দামামা বাজে বিরুদ্ধ প্রলয় মাঝে
প্রতাপের মসনদখানি ভেঙে খানখান!
রুদ্ধ হয়ে গেলে চিরযৌবন;
মেঘলা জীবনে নামে আবদ্ধ বলয়,
সুশীতল ছায়াক্ষণ ফিরে আসে না!
কষ্টের জীবন থামে কলহের ময়দানে
- গুলবাগী খুশবুরা ছাড়ে খানদান |
জগতের পিছুটান আখ্যান.....
বিতাড়িত অন্তর আহা আর্ত বিকার,
আগুন জলের খোঁজে ভুখা কাঙাল!
রসনার হেরে যাওয়া রসাতলে,
সভ্যতার ভাঁজে বহা অসভ্যতা সাজে!
চিরবসন্ত ভূমে ঘনায়ে অধীর জঙ্গল;
নদীতটে মিশে গেলে রক্তের জলস্রোত,
মানুষের নামে ঘেঁষে পীড়িত আকার!
জন্মের ইতিহাসে আদিম মাশুল আজো
- অভব্য বিলাস জাগা ধরিত্রীর খাঁজে ||
-==<<>© আগুন নদী ©<>>==-