----======♥♥♥======----
কেমন সাহস তোমার; দোটানা ভেতরবাহির
এবার ছুঁড়ে দাও আঁটকুড়ো জীয়ন
ঘুমচুয়া স্বপনের চিরতরে দিতে পারো ছুটি!
আমার চোখে তাকাও মুখোমুখি দাঁড়িয়ে
যুগল জ্যোতিতে গাঁথা রূপালি বিদ্যুৎ
- প্রখর দৃষ্টি ছেনে নিয়ে যাও রঙিন
তোমাকে জানিয়ে দেবো আয়নার মনকথা
আগেও বলেছি অনেক পুষ্পিত সরল
- কান পেতে শুনোনি সঠিক!
নিজের বলয়ে বন্দি,বলির পরম্পরা
প্রবল বিভেদকামী পুরনো একরোখা
মধুর ভাষায় খুঁজে পাওনি বাসা!
এখনো আসেনি বুঝি জাগানিয়া মরশুম
নিপাট বাক্যরুমাল, ভাঁজ খুলে দ্যাখো
- শব্দিত সুষমায় পাকাপাকি কথা
কলম হারিয়েছি কবে?
তিনকাল লিখে;এককাল রেখেছি বাকি
কবিতারা কোমল - শুনিয়েছে সবুজ গান
বাধার তর্জনী তলে, টপকানো কলস্বর!
বেমানান গেরো ছিঁড়ে সাহসিক সেনাপতি
- পাগলাঘণ্টি এবার বাজিয়ে দাও
কালের কুম্ভকর্ণ জাগাও, দুরন্ত সিপাহি
কুয়াশার ঘনতলে অসুখ ঠেলে ঠেলে
কেন হবে এলোচুলো বনবাসী
কালপুরুষ হয়ে যাও,আঁধার খেয়োনা খুঁটে!
======👀---©---👀======