°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

কখনো মাটির কাছে যেতে হয় যাই
   সময়ের ফোঁড় হতে অসময় শিখি!
একঝাঁক ঘুঘু চরা বাঁকখালি ভিটে,
সহজাত স্বভাবের ডানপিটে চলাচল!
প্রভাবিত প্রতিকূলে দোলাচলে দুলে
- প্রাণের সজীব ভোলা ওড়াউড়ি দেখি |

ভেঙে ফেলে সুনসান খাকি নীরবতা,
চেয়ে থাকি পাখিকুলে গীত গেয়ে ওঠে!
  গেয়ে উঠি গলা খুলে সংগীতা জৈবন,
  উপনীত সত্যে তিরতির কাঁপা ঠোঁটে!
এতটুকু হোক তবু নির্মল নির্যাস মাখি
- খাঁটি বিভূ খুঁজে বাঁচি একাকী নির্জন ||

তখনো তপ্ত দুপুর বেসুরোর বাজখাঁই,
    কণ্ঠে শান দেয় ক'কর্কশ দাঁড়কাক!
চক্কর দিতে দিতে চেঁচায় যে হাঁড়িচাচা
    অলকানন্দ চিবায় বুনো ঘড়িয়াল!
তেড়ে আসে ছিঁড়ে খেতে শকুন ঈগল
- ভাগাড়ের পাশে ভিড়ে হায়েনা শেয়াল |

ত্রাসে ভাসে হাড়হিম একপেশে হাসি,
দানব মানব মুখ খসেপড়া পচা নাক!
     ঠোকরে ঠক্করে কেড়ে নিতে অর্জন,
     মরিয়া পশুর মতো বিকৃত পাগল!
সতেজ বিনাশী বিষে ধিকৃত অভ্যাসী
- ঘন এই আবর্জনা কীসে করি বর্জন ||

---====©আগুন নদী©====---
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°