♠ .......
আমাকে স্বপ্ন দেখায় নিঃস্ব ওরা কারা,
এ কেমন ভালবাসা প্রগাঢ় আমন্ত্রণ!
গভীর রূপান্তরে আবেগ মেশায় যারা,
সময়ের নিগূঢ় দ্বারে ভ্রান্তির কীলকে
- তারা কী নিয়েছে চূড়ান্তরে মানি!
তাদেরই কেউ বুঝি পেয়েছে নিমন্ত্রণ,
জেনে গেছে নিজেদের পূত ভবিষ্যত!
আমিতো দেখছি দুঃসহ শুধু,
তাড়না বিভোর সাথী দুঃস্বপ্ন পুলকে!
আবেগের হাতপাতা করজোড় ঝলকানি |
আমার কলম ঠোঁটে জড়তার দংশন,
মুক্তসময় ছায়ায় ঘুমন্ত এক কুঁজো মন!
মুক্তি পায়নি বিবেক বারতার ঊষা,
কাগজে আঁকছি যেই কালির আঁচড়
- স্মৃতির আখরে অল্পায়ু গল্পতল!
একটুও কাটেনি তাতে ঘোর অমানিশা,
ঋজু হয়ে দাঁড়াতেও শিখেনি অন্তর!
উড়াতে পারিনি প্রীতির পায়রা,
কাগজে কালিতে আঁকা হাতুড়ি শাবল!
কোথাও ভাঙ্গেনি কিছু শেকলশৃঙ্খল ছল |
এখনো ফোটেনি ফুল বিহঙ্গ কাননে,
বাক্যপ্রণয়ে গড়া শীতলকাব্যের মায়া!
সীমাহীন বাতাসের একটি নিশ্বাসকণা
একটিও শব্দ জাগেনি জাগ্রত সুরে
- ছন্দ স্লোগানে দ্বন্দ্ব বিবাদহীন!
আগুনের মতো জ্বলেনি মিছিলের মুখ,
উচ্ছ্বাসে গিয়েছি হেঁটে কল্পঅসুখ ছোঁয়া!
বিরহ বিষণ্ণ বিলিয়ে হৃদয়,
বেদনা বুদ্বুদ হয়ে মিলিয়ে গিয়েছি শুধু!
কুণ্ঠাবিহীন কণ্ঠে ঝরেনি প্রেম দ্বিধাহীন ||
--<>== © আগুন নদী © ==<>--