-----==:::::::::::::::<>-
রুপালি চিতলের মায়া;ছাড়েনা আমায়
মানেনা অবুঝ মন জানেনা রাতদিন!
গন্ধ শুঁকে শুঁকে পৌঁছে যাই ঠিক
কবেকার সাধুসন্ত কেনো এতো বুঝি;
হাতের কাছের ঘড়া তলশূন্য জলহীন!
চারদিক চিনিনা তবু ছুটি দশদিক
কাপালি ভক্তিতে আহা,মরি হায় হায়!
- ঘোরাপথে দৌড়াই ছাড়ি সোজাসুজি |
চোখের নেশায় ঢুলে ছুঁতে চাই সুখবারি
প্লাবিত জোছনার তলে ডুব দিয়ে থাকি!
বিশাখ বিরিখে ছায়া শীতলতা খুঁজি;
খুব বেশি টানে ওই দূরদেশী দরিয়া
আমার নিজেকে আমি দিচ্ছি বড্ড ফাঁকি!
মিছেমিছি জলভাঙ্গা অচল অতল যুঝি;
অন্ধ দুচোখের ছানি,দেখেনা পদ্মের সারি
- কৈয়ারী দীঘির জলে সাঁতরাই মরিয়া |
প্রগাঢ় নিকষ তলে ভয়বাধা জরা খরা
বিনাশের পথেপথে সুলেখা বিজয় কবে!
তবুও কেমন মতি হাঁটি কোন শর্তে;
আবেগের বশীভূত সেই রথে ঘোরাফেরা
আনাড়ির প্রতিফলে হুজুগের অনুভবে!
পলে পলে পড়ে যাই বালিয়াড়ি গর্তে
আঁধারবাসের আধার;আর নয় প্রাণভরা
- বিবেক রাখলে জারি হতে পারি সেরা ||
-----==:::::::::©::::::<>-