বসন্তের রূপ দেখেছ?
শীতের শুষ্কতায় জীর্ণশীর্ণ মৃতপ্রায়
ডালপালা থেকেই বসন্ত উঁকি দেয়।
সকালের সোনালী সূর্য দেখেছ?
রাতের ঘনকালো অন্ধকার পেরিয়েই
সে স্ব-মহিমায় উদ্ভাসিত হয়।
সার্থক জীবন দেখেছ?
ভাঙাগড়ার খেলায় দাঁড়িয়ে থেকে
বাস্তবতার আগুনে দগ্ধ হতে হতে
নিজের অস্তিত্বের ঘোষণা দেয়াই সার্থকতা।