সেদিনের সেই বিকেলে
এক নতুন রঙ আবিষ্কার করেছিলাম আমি
রেটিনার তীক্ষ্ণ অনুভূতিতে
সে রঙের স্বরূপ আজো দেখে নি কেউ।
কখনো সবুজ কখনো নীল
কখনো ফাগুনের হাজারো রঙ্গস্রোতে
সে রঙ উঁকি দেয়
রেস ছড়ায়, আবেশ ছড়ায়, আবেগ ঝরায়
প্রত্যেকের মাঝে তৈরি করে
এক একটা আস্ত দুনিয়া।
দেখেছো কি তুমি সে রঙ কভু
তোমার চোখে, ঠিক আমার মতো করে?
যদি দেখা না হয়, এবার দেখ
চোখটা বন্ধ করে অনেক গভীরে চলে যাও
সেখানে পাবে
নরম পেলব ছোট্ট একটা মাংসপিণ্ড
তার মধ্যখানে নাড়া দাও
সে রঙ আলো ছড়াবে
তোমাকে দেখাবে রঙিন পৃথিবী।
(কবিতাটি আমার একজন রিলেটিভ একটি অনলাইন প্রতিযোগিতায় তার নামে সাবমিট করেছিলেন)