বাদুর উড়া শেষ বিকেলে
গোধুলীর রূপ দেখেছি
জোনাক জ্বলা ক্ষণে
সন্ধ্যাতারার হাসি দেখেছি
ঝিঁঝি ডাকা রাতে
বইয়ের পাতায় মন দিয়েছি
তারও পরে রাত গভীরে
একলা বসে চাঁদ দেখেছি।
পুব আকাশে ঠিক যেখানে
লালচে চাঁদ উঠতো
তারই পাশে তোমার বাড়ি
আমার চোখে ভাসতো।
চাঁদের বুড়ি ধীরে ধীরে
মাঝ রাতের একটু পরে
আমার কাছে আসতো
জোছনাতে জোছনা মেখে
নীরব ভাষার বইটা দেখে
তোমার কথা বলতো।
আঁকাবাঁকা পথটি বেয়ে
যেদিন তুমি গেলে হারিয়ে
সেদিন থেকেই চাঁদ দেখিনা আমি
আমার আলো কেড়ে নিয়ে
তোমার আলোর সবটা দিয়ে
পূর্ণিমারই বান ডেকেছো তুমি।