কাল থেকে কালান্তরে
রচিত হয়েছে ভাঙ্গাগড়ার কত উপখ্যান
লক্ষকোটি ভোর
কত নতুনকে পুরাতন করে দেয়
ইতিহাসের চাপায় ইতিহাস হারায়
তবুও তুমি হারাও নি কভু।
জীবন নদীর খরস্রোত
স্বপ্ন বোনা সাত আকাশ
পরম যত্নে গড়া গোলাপ বাগান
হার না মানা রক্ত নদী
তোমাকে ঘিরেই আবর্তিত হয়.....
তোমার ললাটে বিজয় তিলক
ওঠ, জাগো, দেখো
তোমার জন্যই মুখরিত এ ধরাধাম।