জীবনের পথে অলিতে গলিতে চলছি দুর্বার
দুর্গম গিরিতে পিচ্ছিল সিঁড়িতে হাঁপাচ্ছি বারবার
চলার পথে ক্লান্ত দেহে ঠাঁই নাই একটু জিরোবার
'ওহে কারবার তুমি ফুরাও এবার' বলার সাধ্য কার।
আমিতো মুসাফির বড়ই ফকির হৃদয় উতালা
দেশ-বিদেশ ঘুরি দেখি জীবনতরী রঙ্গশালা
দেখি আর ফিরি কেঁদেই মরি মনে বহ্নিজ্বালা
আমি কে কেবা সে খুলে বসি হিসেবের ঢালা।
পথ হবে শেষ হব নিরুদ্দেশ ফিরে যাব বাড়ি
শেষ হবে কৃতি মুছে যাবে স্মৃতি বেদনা ভারি
যা আছে আমার রবেনাতো আর সবি যে তারি
যা গেছে আগে পাব তা ভাগে রবে তা জারি।