ফুটপাতে উৎপাত
ভরে গেছে হকারে
পারকিং-এ রাস্তাটা
কমে গেছে আকারে।
রং রাইট করে ফাইট
ধুরছাই আইনটা
শনশন চলে গাড়ি
কে করে ফাইনটা!!!
লাল বাতি মিটিমিটি
জ্বলছেতো জ্বলছেই
শাহবাগে যাত্রীদের
ঘামগুলো ঝরছেই।
মোড়ে মোড়ে দাঁড়িয়ে
ভিক্ষুক বান্দা
চেকিংটা আইওয়াশ
টাকার ধান্দা।
বাড়ি ভাড়া দেয় তাড়া
বাড়ছেতো বাড়ছেই
গ্যাস পানি আর বিদ্যুৎ
দাঁত কেলে হাসছেই।
বাজারটা রাজার বেশে
বাজেট দেয় বাড়িয়ে
পকেটটা ঠনঠনাঠন
অর্ধেক মাস পেরিয়ে।
ঢাকা আছি বেশ আছি
বেশ ভালো মাইনে
দিন শেষে হিসেব কষে
কূল খুঁজে পাইনে।