আমি কথার কারিগর
শব্দের পর শব্দ দিয়ে কথার মালা গাঁথি
নরম-গরম, তেতো-মিষ্টি, টক-ঝাল
সব কথা সযত্নে তুলে এনে
কথার পসরা সাজাই।
কথাকে ছন্দে বাঁধি
কথাকে মিষ্টি বানাই
কথায় সুর দিয়ে কল্লোল তুলি
কথার বন্যা ডেকে এনে
হৃদয়ের পাড় ভাঙ্গি
কথাকে স্বপ্নকরে নীলিমায় ছড়াই।
কথাকে তীক্ষ্ণ করি
কথার বারুদ গড়ি
কথার বাণে হৃদয়ের রক্ত ঝরাই
মহাপ্রলয় ডেকে আনি।
কথাকে অস্ত্র বানাই
ধার দেই, শান দেই, বারুদের ফুলকি ছড়াই
কথার মহাবিস্ফোরণে জাগিয়ে তুলি
শতশহস্র মানবাত্মাকে।
আমি বিপ্লবী কণ্ঠস্বর
মহাপ্রতাপে কথাকে উগরে দেই
বজ্রপাতের হুংকার হয়ে
সাইমুমের ঘূর্ণি হয়ে
আগুনের ফুলকি হয়ে
কথাগুলো আছড়ে পড়ে জালিমের মসনদে।
আমি কথার কারিগর