তুমি ছিলে আস্তকুড়ে
কষ্টে অতি কুঁড়েঘরে
নিলাম বুকে তুলি
ছোট্ট ছিলে অনাদরে
আদর দিলাম বুকটা ভরে
ফুটলো তবে কলি।।
ঘরটা দিলাম বরটা দিলাম
অমূল্য সেই হারটা দিলাম
উঠলে তুমি হেসে
দিন ফুরালো রাত ফুরালো
চাওয়া পাওয়ায় মন জুড়ালো
মানুষ হলে শেষে।।
তোমার আকাশ রঙিন হলো
চলে যাবার সময় এলো
ভাঙল আমার বুক
যা ছিলো সব কেড়ে নিয়ে
আমার ঘরটায় আগুন দিয়ে
তবেই পেলে সুখ!!!
এখন তুমি রাজমহলে
কাটাও সময় বিলাস হালে
উড়াও রঙিন ঘুড়ি
সব হারিয়ে একলা পথে
সময় স্রোতের উল্টো রথে
ব্যাথা বুকে ঘুরি।