এখানে ভোর হয় আযানের সুমধুর তানে
এখানে ভোর হয় পাখিদের মনহরা গানে
এখানে ভোর হয় সূ্র্যোদয়ের রঙ্গিন রঙে
এখানে ভোর হয় সবুজের সমুজ্জ্বল ঢঙে।
এইতো আমার বাংলাদেশ আমার অহংকার
হাজার নকশাতে সাজানো হীরের অলংকার।
ঐ মেঠোপথ, বটের ছায়া, রাখালের বাঁশি
ঐ নদীর ঘাট, নকশিকাঁথা, বধূয়ার হাসি
ঐ হিজলবন, হলুদ পাখি, সবুজের পাথার
ঐ চৈত্রের রাত, জোছনার মেলা, তারাদের দরবার।
এইতো ছবি আমার দেশের, অপরূপ অশেষ
আমার জীবন আমার মরন আমার বাংলাদেশ।
নীলে নীল আসমান, শঙ্খচিল, রঙিন ঘুড়ি
ছোট নদী, পানকৌড়ির ঝাঁক, নৌকা সারি সারি
কাশবন, শীতল হাওয়া, সাদা মেঘের লুকোচুরি
দোয়েল কোয়েল ময়না শালিকের ওড়াউড়ি।
এ আমার স্বর্গ, আপন আলয়, প্রেমের আবেশ
শিল্পীর ছবি নয়, এ আমার স্বপ্নিল বাংলাদেশ।