দূর আকাশের চাঁদ হয়ে
সবুজ মাঠের ঘাস হয়ে
জনম জনম বাঁচতে চাই,
ফুলের বোটায় শোভা হয়ে
সুগন্ধি সব বিলিয়ে দিয়ে
অমর যেন হতে পাই।
নীল আকাশের বুক হয়ে
রংধনুর রং মেখে
দুনিয়াটা রাঙ্গাতে চাই,
সাগর বুকে উর্মি হয়ে
ঝরঝরানি ঝর্না হয়ে
জনম জনম বাঁচতে চাই।
দুখীর চোখে জল হয়ে
কষ্টগুলো ভাসিয়ে নিয়ে
সুখ পাখিটা ধরতে চাই,
ধরার বুকে জরা যত
তাড়িয়ে নেব ইচ্ছে মতো
সবার মুখে হাসি চাই।