হারিয়ে যাব মিলিয়ে যাব
সময় স্রোতে তলিয়ে যাব
ক্ষুদ্র অতি আমি
যা আছে মোর তোমার তরে
বিলিয়ে দেব অকাতরে
মনে রেখ তুমি।
পথ-ঘাটে তেপান্তরে
সাগর নদী ঝর্না ধারে
রেখেই যাব স্মৃতি
তোমার বায়ুর কণা করে
বইয়ে নিও কালান্তরে
চাওয়া বড় অতি।
মিতালি মোর চাঁদ তারাতে
ঘাসফুল থেকে বট পাতাতে
সাক্ষী থেকো তুমি
একাল থেকে সেকালেতে
তোমার অসীম চলার পথে
বেঁচে রবো আমি।