শুনতে কথা পিত্তি জ্বলা
আর পারি না
কারো কথায় রাস্তা চলা
ধার ধারি না।

স্বার্থ লুটতে তেলা মাথায়
তেল মারি না
সুযোগ বুঝে অন্যের বুকে
ঢিল ছুরি না।

জালিম জেনে সত্য বলায়
ভয় করি না
একলা হলেও পথ চলায়
হাল ছাড়ি না।