পৃথিবী আমাদের
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি
এমনকি একজন নাস্তিকের
পৃথিবী মানুষের।

বায়ুতে, পানিতে, ফলে-ফসলে
মানুষের অস্তিত্ব বিকশিত হয়
আরব থেকে ইসরাইলে
ভ্যাটিক্যান থেকে হিন্দুস্তানে
প্রকৃতির মাঝে অদৃশ্য সত্ত্বা
জীবনের বীজ বপণ করেছেন
এখানেই আমার পরিচয়
রঙে ঢঙে ধর্মে বর্ণে আমার যোগফল
আমি মানুষ, শ্রেষ্ঠ আসন বিশ্বময়।

কুরানে বাইবেলে গীতা রামায়নে
লেখা আছে মানুষের পরিচয়
দল ভারি হোক কিংবা না হোক
ধরাধামে হয় না যেন মানুষের ক্ষয়।

মানুষের তরে ধর্ম ধর্মের তরে মানুষ নয়
ধর্মকর্ম জীবনের বর্ম মর্ম ব্যাধির মহাক্ষয়।