(২৫ অক্টোবর, আমার বড় মেয়ের জন্মদিন। ৫ পেরিয়ে আজ সে ৬-এ পা রাখলো।)
সেদিন-
সাদামেঘের ভেলা ছিলো
শিউলিফুলের মেলা ছিলো
মৃদুমন্দ হাওয়া ছিলো
টুনটুনিটার গান ছিলো
তারা-
তোমার প্রহর গুণছিলো।
সেদিন-
দক্ষিণ বায়ে নাও ছিলো
বনফুলের গাঁও ছিলো
হরেক ফুলের ভাও ছিলো
বাগানবিলাস তাও ছিলো
তারা-
তোমার তরে সাজছিলো।
তখন-
ধরার বুকে আলো জ্বেলে
আসলে তুমি রানীর বেশে
তারা-
উঠলো হেসে গাইলো তা-ধিন ধিন
তব জন্মদিন, শুভ জন্মদিন।
(আমার মেয়ের জন্মদিন উপলক্ষে লেখা)