রোগে আছি শোকে আছি
কষ্টে আছি ঢের
সুস্থ দেহ সুখের গেহ
পাচ্ছি আজি টের।

বন্ধু আপনজন
দাও খুলে দাও মন

খোদার কাছে মাঙ্গ দোয়া
সাঙ্গ হোক শোকের দিন
মনের ঘরে ছন্দ আসুক
আবার বাজুক ছড়ার বিন।