ওরা স্বাধীনতার কথা বলে
ওরা বিজয়ের কথা বলে
ওরা মুক্তির কথা বলে
মা, মাগো, তুমিই বলো
আমি কি তাদের সাথে সুর মিলাতে পারি?
এ দেশে জন্ম নেওয়া প্রতিটি মানুষ
তোমারই সন্তান
স্রষ্টার অফুরন্ত নেয়ামত থেকে
তুমি দুহাত ভরে আলো-বাতাস আর
ফলফলাদি দিয়ে সবাইকে আগলিয়ে রেখেছ
অথচ ওরা-
স্বাধীনতার কথা বলে
অস্ত্র উঁচিয়ে ধরে
তোমার সন্তানের রক্তে রঞ্জিত করে তোমার বুক
সেই রক্তের সোঁদাগন্ধ তুমি সইতে পারো মা?
তোমার বুক চিরে তৈরি রাজপথ
ওরা দখল করে নিয়েছে
সে পথে কাউকে হাঁটতে দেবে না
সে পথ আজ বিভীষিকাসময়
খুন-গুম আর প্রতিহিংসার আগুনে
সে পথ দাউ দাউ জ্বলছে অবিরাম
মা, এ তপ্ত আগুনে তুমি কি জ্বলছ না?
মা, তোমার কিছু স্বার্থপর সন্তান
ও পাড়ার দাদাদের কাছে
তোমার অস্তিত্ব বিকিয়ে দিতে চায়
তোমার এক পুচকে সন্তান 'আবরার'
তোমার অস্তিত্ব রক্ষায় 'টু' করেছিল মাত্র
ওরা সাপেরমতো পিটিয়ে হত্যা করেছে।
বলো মা,
আমি কি ফুল নিয়ে শহিদ মিনারে গিয়ে
ওদের সাথে কণ্ঠ মিলিয়ে
বিজয়ের গান গাইতে পারি?
এখানে ওখানে সবখানে
বোবাকান্নার লোনাজলেে
বাকরুদ্ধ অগণন মানুষ
শব্দ করে কাঁদতেও মানা-
দুশো পঞ্চাশ টাকার পিঁয়াজ
আর ষাট টাকার আলুর কম্বিনেশনে
ভর্তাভাত খাবার সৌভাগ্য না হলেও
অপ্রতিরোধ্য অগ্রযাত্রার মিছিলে
ওদের স্লোগান ধরতে হয়
বলো মা,
সে মিছিলে আমি কি শরিক হতে পারি?
বিচারকের অর্ডার অর্ডার শব্দ
আজ আমদানি করতে হয় 'অন্য কোথা' থেকে
বিচারকের আদেশ লেখার আগেই
আদেশ লেখা হয়ে যায়!
এজলাসে বসে মুখস্থ বুলি আউড়িয়েই
ফাঁসির রশি ঝুলিয়ে দেওয়া হয়
বলো মা,
এ রশিতে আর কতকাল ঝুলবে তুমি?
মা, সেদিনের কথা মনে আছে?
যেদিন জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধু
ভোটের লড়াইয়ে বিজয়ের হাসি হেসেছিলেন
পাকিরা সে হাসি সহ্য করেনি
ভোটের অধিকার হরণ করে
তোমার সন্তানদের বুকে গুলি চালিয়েছিলো।
কী আশ্চর্য!
সে বঙ্গবন্ধুর আদর্শের দোহাই দিয়েই
আজ আমার ভোটের অধিকার
কেড়ে নেওয়া হয়েছে!
বলো মা, স্বাধীনতার স্বাদ আমি পাচ্ছি কি?
ব্যাংক বীমা শেয়ার মার্কেট
হাটবাজার শপিংমল
স্কুলকলেজ বিশ্ববিদ্যালয়
অফিস-আদালত ব্যাবসা প্রতিষ্ঠান
এমনকি পাবলিক টয়লেটগুলোও
ওরা দখল করে নিয়েছে
সবখানে আমার অধিকার উপেক্ষিত
নাচের পুতুল হয়ে আমাকে নাচতে হচ্ছে
বলো মা,
এটাকেই কি স্বাধীনতা বলে?
যেদিন আঠারো কোটি কণ্ঠে
বেজে উঠবে বিজয়ের গান
যেদিন ছত্রিশ কোটি চোখে
ঝলক দিবে মুক্তির আলোকরশ্মি
যেদিক শাসকের রক্তচক্ষু
ভালোবাসার দ্যুতি ছড়াবে
সেদিন
আমিও স্বাধীনতার কথা বলবো
আমিও মুক্তির কথা বলবো
আমিও বিজয়ের গান গাইবো।
বলো মা,
সেই সোনালী স্বাধীনতার রক্তিম সূর্য
আরো কতো দূরে?