আমি নারী বলে-
আমার কোন মৌলিক চাহিদা থাকবে না!
জীবন আমার এক জোড়া কাঁচের চুড়ি, মোটা কাপড়;
আর দু'ফিতে স্যান্ডেলের মাঝেই সীমাবদ্ধ থাকবে?
আমি নারী বলে-
আমার কোন স্বাধীনতা থাকবে না!
প্রতিনিয়ত কতিপয় শকুন কিংবা শকুনীর
রক্তচক্ষু দেখেই আমার দিনাতিপাত করতে হবে?
আমি নারী বলে-
আমার কোন সামাজিক মর্যাদা থাকবে না!
অসামাজিক প্রণিকূলের বন্য নীতির দ্বারাই
আমার জীবন অতিবাহিত হবে?
আমি নারী বলে-
দাসত্ব-ই হবে আমার মূখ্য পরিচয়!
কতিপয় নিম্ন শ্রেণির নির্লজ্জ প্রাণি কর্তৃক রুধিত হবে
আমার আপন সত্তার স্বাভাবিক বহিঃপ্রকাশ?
এ যদি হয় সভ্য জগতে নারীর সামাজিক অবস্থান;
তবে লাথি মারি! এমন নগ্ন সমাজব্যবস্থায়।
ধিক্কার জানাই সেসকল নারীদের যারা -
নারী হয়েও নারীর অধিকার হরণ করে।
আর কতিপয় পুরুষ, সে তো কালের নর-পিশাচ।