কবিতা-ভালবাসি-২
কলমে-আফজাল হোসেন
তারিখ ১৩/১/২৫ ইং
---------------------------
আমি ভালবাসি মজুর, চাষী,
     সংগ্রামী জাতি যোগ্যতার মুল্যয়ন:
              আমি ভালবাসি আত্ম-বিশ্বাসী,
                     কর্মসন্ধানী, তারুণ্যের উদ্দাম।।

আমি ভালবাসি শান্তি-শৃঙ্খলা,
   উদারতা মানবতা , শিশুর চঞ্চলতা;
                      আমি ভালবাসি স্বচ্ছভাবে,
                          সদা সৎপথে, সততায় অটলতা।।

আমি ভালবাসি আকাশের নীল,
        ছন্দের মিল, চৈত্রের বারিধারা;
                  আমি ভালবাসি  মাতৃভক্তি,
                      আত্ম-উপলব্ধি,পজেটিভ চিন্তাধারা।।

আমি ভালবাসি নারীর স্নেহ,
     নম্র কণ্ঠ, মাথার দিঘল কেশ;
                      মমতাময়ী, আদরিনী
                                  গুণ যার অশেষ।।

আমি ভালবাসি আলোর জোনাকী,
      শ্যামল বনানী, ফসলের সবুজ মাঠ;
                   আমি ভালবাসি শান্তি প্রয়াসী,
                       আনন্দ উল্লাসী, সহজ কবিতা পাঠ।।

আমি ভালবাসি জ্ঞানের দিশারী,
   অজ্ঞতা বিনাশী গুরু জনের বেত্রাঘাত:
                    আমি ভালবাসি পরিশ্রম করে,
                        হালাল উপার্জনে খেটে খাওয়া ডালভাত।।

আমি ভালবাসি সবার সুহাসী,
    সরল বিশ্বাসী, মানুষের আর্শীবাদ;
        আমি ভালবাসি মজলুমের স্বপক্ষে,
                      গর্জে উঠে অন্যায়ে পদাঘাত।।

আমি ভালবাসি সাহসী সৈনিক,
    দেশ, জাতির জন্যে করে যারা হিত,
             সত্য সংগ্রামে লাঞ্চিত, নির্যাতিত,
                নিষ্পেষিত,নিহত যারা;তাদের জন্যে
                       আমার ভালবাসা প্রাণ উজার করা।।