কবিতা- ভালবাসি -১
কলমে -মোঃ আফজাল হোসেন
তারিখ-১০/১/২৫ইং
--------------------------------
আমি ভালোবাসি শিশুর হাঁসি,
  জোছ্না নিশী,কোকিলের সুমধুর গান;
                   আমি ভালবাসি শীতের শেষে,
                                     বসন্তের আগমন ।।

আমি ভালবাসি রাখালের বাঁশী,
     সদা হাসিখুশি, ঝড়া বকুলের গন্ধ;
          আমি ভালবাসি ভোরের বাতাস,
             সোনালী আকাশ, বৃষ্টি পড়ার ছন্দ।।

আমি ভালবাসি গানের পাখি,
      সন্ধ্যাবাতি, শীতের মিষ্টি রোদ;
           আমি ভালবাসি আকাশের তারা,
                শিউলীর মালা, নদীর প্রবল স্রোত।।

আমি ভালবাসি ফুলের সুবাস,
      ময়ুরের নাচ, চঞ্চল ঝর্নাধারা;
           আমি ভালবাসি সুবে সাদিকের
                                 উজ্জ্বল শুকতারা ।।

আমি ভালবাসি মা, মাটি, দেশ,
   কথার চেয়ে কাজ, কষ্টার্জিত সুখকে;
            আমি ভালবাসি বিকেববান লোক,
               নিঃস্বার্থ সেবক, দীন-দুঃখীদের উল্লাসকে ।।

আমি ভালবাসি আযানের ধ্বনি,
      কোরানের বাণী, ন্যায়ের পথা চলা;
            আমি ভালবাসি রোগার্ত মানুষকে
                              সেবা করে সুখ পাওয়া ।।