কবিতা:- ভালবাসার বিনিময়
কবি: আফজাল হোসেন
( তারিখ: ১৫/১/২৫ইং)
---------------------------
ভালবাসা পেতে গেলে
            ভালবাসা দিতে হয়;
দেওয়ার আগে পাওয়ার আশা  
                করাটাই অন্যায়।।
একহাতে তালি যেমন
                  কখনোই বাজেনা,
একতরফা ভালবাসা
                 তেমনই  টেকেনা।।
ভালবাসার বিনিময়েই
                ভালবাসা পাওয়া যায়,
জোর করে ভালবাসায়
                   সম্পর্ক তিতে হয়৷৷
তুমি যারে ভালবাস;
                 সেকি তোমায় ভালবাসে?
একতরফা ভালবাসা
               তোমায় পারে কাঁদাতে!
ভালবেসে প্রতিদানের আশা
                 কভু করতে নেই
প্রতিদান চাইতে গেলে
              ব্যথা পাবে অন্তরেই ।।
ভালবাসার বিনিময়
               যদি তুমি কভু পাও;
তোমার যত ভালবাসা
                সবটাই তারে দাও ।।
যে তোমারে ভালবাসে,
              ভালবাসা দিও তারে,
ভালবাসবে যারে তুমি,
             বেস তবে উজার করে ।।
ভালবাসার বিনিময়টা
                তুমি যদি দিতে পার,
দিনে দিনে সম্পর্কটা,
              তবে আরও হবে গাঢ় ।।
তোমায় যে ভালবাসে ,
               রেখ তাঁরে আগলে,
পীরের মতো ভক্তি-শ্রদ্ধা
                পাবে তাঁর থেকে।।
নত হয়ে ভালবেসে
               হও যদি হেয়;
তার থেকে দুরে থাকা
               সব চেয়ে শ্রেয় ।।