কবিতা- তিস্তা নদীর চরে
কলমে--আফজাল হোসেন
তারিখঃ-১১/১/২৫ইং।
-----------------------
শুকিয়ে গেছে তিস্তা নদী,
খরাতে নেই নাব্য;
নদীর চরে বসে লিখি
জলজ জলজ কাব্য।।
জল নেই তিস্তায় এখন,
ধুধু বালুচর;
শক্তিহারা সর্বনাশী এখন
ভাঙ্গেনা কারো ঘর!
শুকিয়ে গেছে রাক্ষসী তিস্তা,
বুকে বালু চর;
ৃৃ চরগুলো যেন অনাহারীর
বুক পাজরের হাড়!
তিস্তার চরে দেখছি এখন
সবুজ ফসল মাঠ;
কঠোর শ্রমে করছে কৃষক,
বালুতে চাষাবাদ!
বর্ষাকালে অথৈ পানি,
ছিল যেখানে:
ভুট্টা, আলু, বাদাম চাষ
আজ হচ্ছে সেখানে।
তিস্তা চরের আগাম আলু
সারা দেশে যায়:
ভুট্টা চাষও তিস্তাচরে
ব্যাপক হারে হয়।।
তিস্তা চরের চীনা বাদামের
মহা সুনাম ভাই।
তামাকের চাষ এখন আর
তিস্তা চরে নাই!
চরের বালুতে ফসল ফলাতে
ঝড়ায় কৃষক ঝাম;
ঘাম ঝড়িয়ে উন্নয়নে তাঁরা
রাখছে অবদান।।