কবিতা- সবারই একটা ছাতা থাক
কবি - আফজাল হোসেন
তারিখ -৬/১/২৫ইং
-------------------
ছাতা খুব উপকারী এই ধরা মাঝে,
রোদ,বৃষ্টি সর্বদাই ছাতা লাগে কাজে।

হাঁটা পথে কড়া রোদে যদি থাকে ছাতা,
আরামে আয়েশে তবে যায় পথ হাঁটা।

বর্ষার পথ চলতে বৃষ্টি সদা ভয়,
ছাতা যদি থাকে সাথে, ঝামেলাই নয়।

বৃষ্টির জল হতেও রক্ষা করে ছাতা,
ছাতা বড় হিতকরী ধরা অধিষ্ঠাতা!

ছাতার বিষয়ে ভেবে দেখি যতটুকু,  
ছাতা দিয়ে হয়নি তো ক্ষতি কারো কভু!

রোদের তাপদাহ আর বৃষ্টির জল:
ছাতারই সুরক্ষায় পাই ভালো ফল।

মাথার উপর তাই, থাকে যদি ছাতা ;
বিপদাপদে সদাই হবে ত্রাণকর্তা।।