বুলেট-বোমা হতেও বেশি শক্তি তার;
উপকার করে নাক, করে অপকার।
কত যে জীবন, জাতী, রাষ্ট্র, সংসার,
কোপা নলে পরে তার, হয় ছারখার।
বাঙ্গালী পরাধীন থাকি দু'শো বছর:
স্বাধীনতা সূর্য ডোবে পলাশী প্রান্তর।
অবয়বহীন ইহা নিরাকার যন্ত্র,
ধরা-ছোয়ার বাইরে তা, এমনি দুর্দান্ত।
কাউকে ধ্বংস করার অমোঘ মন্ত্র:
রোষানলে পড়লে সে হয় সর্বস্বান্ত।
মানব-দানব নয়, নেই তার শিং,
আদিকাল হতে চলে, নেই সার্ভিসিং।
চোখে দেখা যায় না সে, তবুও তা যন্ত্র;
বিধ্বংসী এ যন্ত্রের নাম--ষড়যন্ত্র।।