'সময় অমূল্য ধন'- গুণীজনে বলে;
'সময়ের মূল্য' তবে দেয় কত জনে?

সফল হতে গেলে সময় সচেতন;
যারা থাকে, তারা হয় -জ্ঞানী,গুণীজন  ।

দিয়ে থাকে যারা সদা সময়ের মূল্য;
পেয়ে থাকে সর্বদাই তারা জয়মাল্য।

সময় থাকতে চাষী নাহি দিলে চাষ;
হাভাতে উপোসে তার কষ্ট বারমাস!

বহমান সময় ও সাবলীল নদী;
সৃষ্টির সময় হতে চলে নিরবধি।

আলস্যে শুয়ে বসেই নষ্ট যাহা হয়;
' সময়ের অবহেলা'-তাহাকেই কয়!

সময়ের কাজ যারা সময়েই করে,
তাঁদের সাফল্য ভবে কে রুখিতে পারে?

  জগতে ছিল যারা সময় নিষ্ঠাবান,
ইতিহাসের পৃষ্ঠে তারা জ্বাজ্জল্যমান।।